নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নবান্ধব সরকার। দেশ এবং জনগণের উন্নয়ন করাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। দেশের মানুষ আজ বিদ্যুতের জন্য রাস্তা অবরোধ করে না।
কল-কারখানা বন্ধ থাকে না। লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে বিদ্যুতের আলো। কিন্তু যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে গ্রামে-গঞ্জে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ও নুরপুর ইউনিয়নে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ আলাই মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, রাজিউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল।
প্রসঙ্গত, রাজিউড়া ইউনিয়নের চরিপুর গ্রামে ২৭ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১৪০টি পরিবারের মধ্যে, বংগুরহাটি গ্রামে ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১৬৫টি পরিবারের মধ্যে এবং নুরপুর ইউনিয়নের আলাপুর গ্রামে ১৭ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ১১৯টি পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগ দেয়া হয়।