আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট থেকেঃ
৫ম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে চুনারুঘাটে আইন শৃংখলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৮ ডিসেম্বর)মঙ্গলবার দুপুরে উপজেলার ৮নং সার্টিয়াজুরী,বিকালে ৯নং রাণীগাও ও সন্ধার পর ১০নং মিরাশী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন অফিস সংলগ্ন মাটে সমাজ সেবক মিজানুর রহমান সোহাগের পরিচালনায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (চুনারুঘাট-মাধবপুর)সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি(তদন্ত) চম্পক দাম,চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন,উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক ভিপি মানিক,ইউনিয়ন আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রীস আলী আলতা সেক্রেটারী আঃ সামাদ আজাদ মাষ্টারসহ প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান-মেম্বার প্রার্থীগণ।
মহসিন আল-মুরাদ বলেন,৫ম ধাপের নির্বাচনে চুনারুঘাট -মাধবপুরে অবাদ,সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।কেউ আইন-শৃংখলার অবনতি করলে কঠোর হস্তে দমন করা হবে।কেউ গুজবে কান দিবেন না।৫ জানুয়ারি আপনার পচন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।