মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

চুনারুঘাটে যৌতুকের জন্য ছোট ভাইর স্ত্রীকে নির্যাতন, ভাসুর গ্রেফতার

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধি,চুনারুঘাট :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামে ছোটভাইয়ের স্ত্রীর করা যৌতুক ও নির্যাতন মামলায় স্বামীর বড়ভাই ভাসুর সেলিম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সেলিম মিয়া ওই গ্রামের মৃত আতাব মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে চুনারুঘাট থানার এসআই অজিত তালুকদার ও এসআই লিটন সহ একদল পুলিশ চুনারুঘাট ও বাহুবল উপজেলার সীমান্তবর্তী মহাশয়ের বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নির্যাতনের শিকার কমলা বেগম জানান, প্রায় ৮ বছর পুর্বে শরীয়তের বিধান মতে ৩ লাখ টাকা কাবিনমুলে সেলিমের ছোটভাই মোনফাসির ওরফে মোবাশ্বিরের সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে ৮বছর ও ৪ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে বিভিন্ন সময় নগদ টাকা, আসবাবপত্র তার স্বামীকে দিয়েছেন কমলার পরিবারের লোকজন। কিন্তু বেশ কিছুদিন ধরে মোবাশ্বির তার ভাই সেলিম ও আলমগীরের মাধ্যমে গাড়ী খরিদ করার জন্য প্রথমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ছোট ভাইয়ের স্ত্রীকে যৌতুকের জন্য ৫ লাখ টাকা দাবি করে তার ওপর নানা চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং এক পর্যায়ে তাকে পিঠিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পারিবারিকভাবে সমঝোতায় চেষ্টা করলেও তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন না মানায় গত ৭ জুলাই তিনি বাদী হয়ে হবিগঞ্জর নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে তার স্বামী ভাসুরসহ ৫ জনকে আসামি করে যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন।

কমলা বেগম আরও জানান, মুবাশ্বির একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছেন। এসমস্ত অপকর্মের সহযোগী তার ভাইরা । তারা প্রভাবশালী হওয়ার কারণে এ বিষয়ে কিছু বলতে গেলে তিনিসহ তার বাবার পরিবারের লোকজনকে মুবাশ্বিরের পরিবার নানাভাবে হুমকি দিতেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ জানান, স্ত্রীর করা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সেলিমকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!