চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট এক নিরীহ বিধবা মহিলার ১০০ আম জাতীয় চারাগাছসহ বিভিন্ন প্রজাতির কাঠগাছ কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে চুনারুঘাট পৌর এলাকার গোগাউড়া গ্রামের মৃত আঃ করিমের মেয়ে বিধবা খুদেজা আক্তার (৭০) এর নিজের জমিতে ও কিছু সরকারি রাস্তার পাশে লাগানো ১০০ আম জাতীয় চারাগাছসহ বিভিন্ন প্রজাতির কাঠগাছ কর্তন করেছে একই বাড়ির প্রতিপক্ষের লোকজন।
বিধবা খুদেজা আক্তার বলেন, এ কেমন শত্রুতা! যারা আমাকে নিরীহ পেয়ে গাছগুলো কেটে নিয়েছে, আমি তাদের বিচারের দাবি জানাই। স্থানীয় কাউন্সিলর শামীম লস্কর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।