হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক মাদক সেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার(ভুমি) আমিনুল ইসলাম এ রায় প্রদান করেন। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের মসজিদের মুয়াজ্জিন আব্দুল কাদিরের ছেলে আব্দুল বারিক(৩৫) নেশাগ্রস্ত হয়ে প্রায়ই তার বাবাকে মারপিট করতো এবং পাড়াপ্রতিবেশী সহ অন্যন্যদের সঙ্গে খারাপ আচরন করত। তার যন্ত্রনায় অতিষ্ট হয়ে তার বাবা ও স্থানীয় লোকজন সোমবার সকালে ১২ বোতল অফিসার চয়েজ মদ সহ আব্দুল বারিক কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যদের হাতে তুলে দেন ।
সকাল ১১ টার দিকে বিজিবির মনতলা সীমান্ত ফাড়ি নায়েক সাইদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ১২ বোতল মদ সহ আব্দুর বারিক কে মনতলা সীমান্ত ফাড়িতে নিয়ে আসেন। এব্যাপারে নেশাগ্রস্থ যুবক আঃবারিকের পিতা মসজিদের মুয়াজ্জিন আঃ কাদির দৈনিক বিজয়ের প্রতিধ্বনিকে বলেন,আমার ছেলের মতো কু সন্তান যেন আল্লাহ কারও ঘরে জন্ম না দেয় আমি সেই কামনা করি আল্লাহর কাছে।
আমি এর অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি ,সে প্রতিদিন নেশা করে আমার উপর অত্যাচার করে। আমি গ্রামবাসীকে নিয়ে মদসহ তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।ওইদিন বিকেলে আব্দুল বারিক কে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার(ভুমি) আমিনুল ইসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৯০ এর২২(খ)ধারা অনুসারে আব্দুল বারিক কে ১ বছরের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন বলেন,মাদক তিলে তিলে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে । আজ যে বাবা তার মাদকসাক্ত সন্তানকে মদসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন সেই বাবাকে আমি স্যালুট করি।