এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আশ্রায়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহহীনদের জন্যে ঘর নির্মাণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর)উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের উপস্থিতিতে উক্ত ঘর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিতি গণ জানান,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার এই উদ্যোগ দেশব্যাপী উন্নয়নের রুল মডেল।এবং চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি সেই লক্ষ উদ্দেশ্যে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই এই মানুষ গুলোর জন্য দোয়া করবেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল জানান,এই পর্যায়ে চুনারুঘাটে একশত গৃহহীন ও ভূমিহীন কে নতুন ঘর হস্তান্তর করা হবে।এই লক্ষ্যে প্রকৃত ভোগীদের তালিকা তৈরী করা হচ্ছে।আজকের চলমান কাজে পানছড়ি তে পঞ্চাশ টি ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি সহ দলীয় নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।