চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে ১০০বছরের এক বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ১০নং মিরাশী ইউপির গোয়াছপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মকছুম আলীর বাড়িতে প্রবেশ করে প্রতিপক্ষের লোকজন মকছুম আলীকে লোহার রড দিয়ে পিটিয়ে ডান চোখের উপরে ও নিচের অংশে রক্তাক্ত জখম করে।
মকছুম আলীর শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মকছুম আলীকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।