বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশন’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ তৌহিদ মিয়ার সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক মাওলানা শাহ্ মোহাম্মদ নজরুল ইসলাম ও বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস পিন্সিপাল (অবঃ) কাজী মুফতি আতাউর রহমান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইফা’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জুল হোসেন, মডেল কেয়ার টেকার কয়েছ মাহদী, সাধারণ কেয়ারটেকার মাওলানা বাহাউদ্দিন ও আব্দুল মালিক, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমানসহ প্রায় শতাধিক আলেম।
পরে শহীদ বৃদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের কল্যাণার্থে মোনাজাত করা হয়।