মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাকিস্তানী হানাদার বাহীনির বাংলার সকল মেধাবী মানুষদের কে নির্মমভাবে হত্যাকরে বাংলাকে মেধাশূন্য করেছে তাদের আত্মার শান্তি কামনা করে হবিগঞ্জের মাধবপুরে ১৪ ডিসেম্বর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এ.এইচ.এম ইশতিয়াক আল মামুন, কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,পল্লী উন্নয়ন অফিসার ফয়সাল চৌধুরী, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির, মুক্তিযুদ্ধা এনাম খাঁ, সুকমল রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, যুগান্তর প্রতিনিধি রুকন উদ্দিন লস্কর, সমকাল প্রতিনিধি আইয়ুব খান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির,মাইটিভি রাজীব দেব রায় রাজু প্রমূখ।