হামিদুর রহমান,মাধবপুর থেকে : অবকাঠামো উন্নয়ন,পরিকল্পিত পরিষদ ও নাগরিক সেবার মান বৃদ্ধির প্রতিশ্রুতি রেখে নতুন কোন করারোপ ছাড়াই হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের ১ কোটি ২৩ লক্ষ ১৯ হাজার ৪০২ টাকার বাজেট পেশ করা হয়েছে।
সোমবার বিকাল ৩ টার সময় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এ উন্মুুক্ত বাজেট ঘোষণা করেন।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মজিদ মধুর পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আজহার উদ্দিন ভূইয়া,আঃ আলীম মীর বাদল,আঃ খালেক,ফরিদুর রহমান,ছায়েদুর রহমান,প্রধান শিক্ষক ইস্কান্দর মীজা ফারুক,ফজলুল করিম এরশাদ,ডাঃ এনামূল হক শাহরাজ,মা-মণি প্রকল্পের ফিল্ড সাপোর্ট অফিসার স্বপন কুমার,সমাজ সেবক ফারুক শাহ,আঃ মালেক,আঃ হামিদ, ইউ/পি সদস্য আঃ কাদির,বোরহান উদ্দিন ভূইয়া,আবু নাসির,আঃ রশিদ,ইদ্রিছ আলী,কাজী আবু নাসির জালাল,আমজাদ হোসেন মাসুক,আঃ রউফ,মহিলা সদস্য সেলিনা আলমাছ,হামিদা বেগম,ফরিদা বেগম,বাজার কমিটির সভাপতি ডাঃ লাল মিয়া,সমাজ সেবক খায়রুল ইসলাম, মুসলে উদ্দিন ভূইয়া সিপন, আমিনুল ইসলাম ভুট্রু,সাংবাদিক হামিদুর রহমান,মাইনুল ইসলাম জুয়েল,মীর শরীফুল ইসলাম প্রমুখ।