চুনারুঘাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চুনারুঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট শহর প্রদক্ষিণ করে চুনারুঘাট মধ্যবাজারে সমাবেশে মিলিত হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল আলম সুজনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও প্যানেল মেয়র আঃ হান্নান অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল কাশেম সর্দার, রাজীব বৈদ্য, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান তানভীর, ডাক্তার আকবর হোসেন স্বপন, গাজীপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব শাহ্, পাইকপাড়া ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোহন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ তালুকদার, হেলাল মিয়া, তামিম তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা অনতিবিলম্বে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।