স্টাফ রিপোর্টারঃ
ডাকাতি মামলার রহস্য উদঘাটনে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলী তার হাতে সন্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
থানা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ডাকাতি মামলার রহস্য উদঘাটনে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন। তার এই সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রেষ্ঠ ওসি হওয়া প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার পুরস্কারের পেছনে থানার সকল পুলিশ সদস্যদের অবদান রয়েছে। শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। এই সম্মান যেন ধরে রাখতে পারি। সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, জেলার সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ/সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, বিভিন্ন ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ এবং সকল পদবীর পুলিশ সদস্যবৃন্দ।