দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে:
বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিকে “আপনার অধিকার আপনার দায়িত্বকে না বলুন”এ প্রতিপাদ্যের আলোকে হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পদ্মাসন সিংহ । এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী (ভূমি) ইফরাত জাহান উর্মি,বিপূল ভূষণ রায়, মৌলানা আতাউর রহমান,মৌ: আবদাল মৌ: মুব্বাশীর রহমান।
অনুষ্ঠানের দূর্নীতি বিরোধী রচনায় প্রতিযোগিতায় বিভিন্ন ইস্কুল কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।