প্রতিনিধি আজমিরীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কালনী-কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনদ্বারা বালু উত্তোলনের দায়ে ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধা সারে পাঁচটায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেঢ ও নির্বাহী অফিসার (ইউএনও) সালেহা সুলতানা সুমি ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস কালনী-কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন অবস্থায় চারজনকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেঢ ও নির্বাহী অফিসার (ইউএনও) সালেহা সুলতানা সুমি।
দন্ডিতরা হলো, বড়গুনা জেলার পাতাকাঠা গ্রামের মৃত কাঞ্চন মিয়ার পুত্র রাজা মিয়া (বাদল) (৪৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলা মাউরা গ্রামের জামাল মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৮), মিটামইন উপজেলার কিশোরগঞ্জের মিটামইন উপজেলার নবাবপুর গ্রামের নাসির উদ্দিনের পুত্র শাহীন মিয়া (৩০) এবং কিশোরগঞ্জ জেলার ইটনা খুরশী গ্রামের সাইদুর মিয়ার পুত্র বোরহান মিয়া (২০)।
সুত্রে জানাযায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলার টুক্কু মিয়ার পুত্র ও মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভূট্রো মিয়ার নেতৃত্বে একটি চক্র গত ছয়মাস যাবৎধরে প্রশাসনের চোখে ফাঁকিদিয়ে কালনী-কুশিয়ারা নদী থেকে অপরিকল্পিত ভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে ৮ থেকে ১০ টাকা দরে বিক্রি করে আসছে। এতে সরকারি প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারেচ্ছে। এছাড়া নদীর তলদেশ থেকে অপরিকল্পিত ভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের দায়ে নদীর তীর ফাটল, হুমকিতে রয়েছে বন্যা রক্ষা বাঁধসহ ফসলী জমি।
এছাড়া ভূট্রো মিয়া নিজেই বালু উত্তোলনের রয়েলেটি বাবদ প্রতিঘণফুট বালু থেকে ৮০ পয়সা থেকে ১ টাকা ২০ পয়সা করে চাঁদা নিতো। গত ৬ মাসে প্রায় দের কোটি টাকা চাঁদা আদায় করেছে বলে সংশ্লিষ্ট একটি সুত্র জানায়।
যদিও ১৯৮৩ ইং সনের ডিমারগেশন চুক্তি অনুযায়ী কালনী-কুশিয়ারা নদী শাসনের দায়িত্ব হবিগঞ্জ জেলা প্রশাসনের।
এর প্রেক্ষিতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেঢ ও নির্বাহী কর্মকর্তা সুলতানা স্লেহা সুমি ওবং দাযিত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে সন্ধায় কালনী-কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহা সুলতানা সুমি জানান, কালনী-কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত তাকবে বলেও জানান।