শেখ হারুন,চুনারুঘাট থেকে :
চুনারুঘাটের খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২-এর ৩২৩ টন সিদ্ধ চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় চুনারুঘাট খাদ্য গুদামে শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন,মুক্তাদির চৌধুরী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী,অমর শরীফ অটোরাইস মিলের স্বত্বাধিকারী আব্দুর রহমান,ফাহিম অটোরাইস মিলের স্বত্বাধিকারী(যৌথ)মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
উল্লেখ্য,আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২২ইং পর্যন্ত চাউল সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন।