চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাটের চান ভাঙ্গা নামক স্থানে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী গাড়ি থামিয়ে সর্বস্ব লুট করে নিল একদল ডাকাত।
সিলেটের ভাড়াটিয়া বাসা থেকে সপরিবারে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে ডাকাতির শিকার হলেন গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী।
জানাযায় শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট রাস্তার চাঙ্গা নামক স্থানে নোহা গাড়ি থামিয়ে সর্বস্ব লুট করে নিল একদল ডাকাত।
মোহাম্মদ আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা তিনি আগামী ৫ ই জানুয়ারি গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
মোহাম্মদ আলী গতকাল রবিবার দুপুরে জরুরী কাজে চুনারুঘাট থেকে সিলেটে তার ভাড়া বাসায় যায়,সেখান থেকে রাতে জরুরী কাগজপত্র সহ নিজের শিশু বাচ্চা পরিবার নিয়ে নিজ নির্বাচনী এলাকা ফেরার পথে ভোর চারটার সময় শায়েস্তাগঞ্জ চুনারুঘাট রাস্তার চান ভাঙ্গা নামক স্থানে একদল ডাকাত তার গাড়ীর গতি রোধ করেন।
এ সময় ডাকাত দল তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে জিম্মি করে ফেলে এবং তাদের সাথে থাকা স্বর্ণ অলংকার টাকাপয়সা মোবাইল লোড করে নিয়ে যায় ।
ডাকাত দল গাড়ির চালক কে মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।