নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র্যাব ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট থানার ২ নম্বর আহমদাবাদ ইউনিয়ন এলাকায় এ অভিযান হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. বিল্লাল মিয়া (৫০) ও মো. হাবিব মিয়া (৩০)।
তারা দুজন চুনারুঘাট উপজেলার বাসিন্দা।র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।