নিজস্ব প্রতিবেদক, শাহজীবাজার(মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগাগেইট নামক স্থানে এনা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক জন নিহত হয়েছেন।
৩ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের দরগাগেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, এনা বাস মোটরসাইকেল কে ধাক্কা দিলে সাইকেলে থাকা মামু গুরুতর আহত হন এবং ভাগ্নে স্পটেই মারা যায়। সম্পর্কে তারা দুই জন মামু ভাগ্নে হন।তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পূর্বভাগ ইউনিয়ন ও পূর্বভাগ ফকির বাড়ি মোঃ নাসিম মিয়া(১৯ )পিতা- মোঃ জহিরুল ইসলামের ছেলে। ভাগিনা নাসিম ঘটনাস্থলে মারা যান।আহত মামু ঢাকা পঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উল্লেখ্য, গত রবিবার ও দরগা গেইটের পাশে বাখরনগর গেইট নামক স্থান মরণঘাতী এনা বাসের ধাক্কায় মুক্তার হোসেন নামে এক ব্যাক্তির মৃত্যু হয়।