মোঃ জামাল হোসেন লিটন,চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নয়ের ৯নং ওয়ার্ডের মেম্বার ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট মুরুব্বি চান্দ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী।
এক শোক বার্তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি চান্দ আলী মেম্বারের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১.৪০মিনিটে ঢাকার ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি স্ত্রী, এক কন্যাসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।