নিজস্ব প্রতিবেদক : অলিপুর শিল্পাঞ্চল ট্রান্সপোর্ট মালিক সমিতির নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবালকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে উনাকে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, মোঃ আব্দুল মোতালিব ফরিদ, মোঃ আক্তার মিয়া, খাদেম জিলু শাহ,অলিপুর শিল্পাঞ্চল ট্রান্সপোর্ট মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহির, সহ সভাপতি তালুকদার রিহাদ রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসছাক মিয়া, অর্থ সম্পাদক মোঃ তাজউদ্দিন ফয়সল, প্রচার ও গবেষণা সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান ডিউক, দপ্তর সম্পাদক মোঃ সাজু শাহ, কার্যনির্বাহী সদস্য মোঃ তৈয়ব খান, মোঃ কামরুল ইসলাম তালুকদার, মোঃ ঈসমাইল মিয়া সহ অত্র সংঘটনের সকল সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ ই নভেম্বর অলিপুর শিল্পাঞ্চল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে ১১জন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।