মুহিন শিপনঃ শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এসময় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে
জননী ট্রেডার্স কে ৭ হাজার টাকা এবং জামাল ট্রেডার্স কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, ভোক্তা বিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।