সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে ৪ কয়লা শ্রমিককে বিএসএফ আটকের পর মারধর করে বিজিবির নিকট হস্তান্তর করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত কয়লা শ্রমিকরা হলো-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের আব্দুল গফুর,লালঘাট গ্রামের দিন মোহাম্মদ,জমির হোসেন ও রফিকুল ইসলাম। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এলাকাবাসী জানায়-প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল ১১টায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাচালানী আজাদ ও সাজ্জাদ মিয়ার নেতৃত্বে লালঘাট সীমান্ত দিয়ে ১০-১৫জন শ্রমিককে ভারত থেকে অবৈধভাবে কয়লা আনতে পাঠানো হয়।
এসময় বিএসএফ তাড়া করে ৪ শ্রমিককে আটক ক্যাম্পে নিয়ে মারধর করে। আর অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। এঘটনার পর বিকাল ৪টায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত শ্রমিকদেরকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে আটককৃতদের সন্ধ্যায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করা হয়। সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন ৪কয়লা শ্রমিক আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।