মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুর উপজেলায় মাদ্রাসা ও ভোকেশনাল সহ ৬ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৯ শত ৩৫ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেন। এর মধ্যে দাখিল পরীক্ষার্থী ২৪২ জন , ভোকেশনাল থেকে রেজিষ্ট্রেশন কর ৯৩ জন শিক্ষার্থী ।
প্রথম দিনে ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।