আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রী শ্রী গোবিন্দজিউর আখড়া মন্দিরে সংঘটিত চুরি,গরু চুরি মামলার ঘটনায় জড়িত ও পরোয়ানাভূক্তসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
৬ নভেম্বর রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন‘র নির্দেশে এসআই সন্তোষ চৌধুরী,এসআই রাকিব হোসেন, এসআই ফারুক হোসেন,এএসআই সাদ্দাম হোসেন, এএসআই তোহা, এএসআই টিপু মিত্রসহ সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আশক আলী,পিতা- মৃত রজব আলী গ্রাম মন্নরপুর,থানা- অষ্টগ্রাম,জেলা- কিশোরগঞ্জ , হালসাং-কুমড়ী দূর্গাপুর।জাহাঙ্গীর মিয়া(৩৫) পিতা- মন্নর মিয়া, গ্রাম হলিমপুর মোঃ হোসাইন, পিতা- জালাল মাষ্টার, গ্রাম সন্দলপুর, সর্বথানা- বানিয়াচং,গ্রেফতার করা হয়।
অন্য দিকে ০৫ নভেম্বর রাতে অত্র থানাধীন যাত্রাপাশা গ্রামে শেখ মারুফ আহমেদের বসতঘর হইতে গরু চুরি মামলার ঘটনায় জড়িত আসামী কুখ্যাত ইতিপূর্বে বেশ কয়েকবার গ্রেফতার হওয়া ডাকাত রাহুল মিয়া ওরফে এরশাদ (২৬)পিতা- সমির উদ্দিন,গ্রাম বুরুজপাড়া,নুরুল আমিন ওরফে(লদু)(৪০) পিতা- মৃত ওয়াহেদ উল্লা,গ্রাম যাত্রাপাশা।
অত্র থানাধীন ৯নং পুকড়া ইউনিয়নের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া মন্দিরে চুরি মামলার ঘটনায় জড়িত আসামী ফয়সাল মিয়া(২৫) পিতা-জুনাব আলী, গ্রাম পশ্চিম পুকরা, আলমগীর মিয়া (৪০)পিতা- কাজী নুর মিয়া, গ্রাম পশ্চিম পুকড়া উভয়কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা করা হয়েছে। এছাড়াও থানা এলাকায় মাদক ব্যাবসা,চুরি,ডাকাতি রোধকল্পে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।