এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :হবিগঞ্জের
চুনারুঘাটে সাত দিনব্যাপী তাফসিরুল কুরআন মহা সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিশিষ্ট ইসলাম ধর্মীয় আলেম আল্লামা রশিদুর রহমান ফারুক শায়েখে বরুণীর সমাপনী দোয়ায় এই তাফসিরের সমাপ্তি হয়।
উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত চুনারুঘাট জামেয়া ইসলামিয়া শামসুল উলূম কওমীয়া মাদ্রাসার উদ্যোগে ৩৬ তম সাতদিন ব্যাপী তাফসিরুল কোরআন মহা সম্মেলন’২১ এর সমাপ্তি হয়েছে।
এতে অংশ নেন হাজারো মানুষ। দোয়ায় মুসলিম উম্মাহর হেদায়ত, রাষ্ট্র পরিচালনাকারীদের সুস্বাস্থ্য ও সকলের মঙ্গল কামনা করা হয়।
তাফসিরের সমাপনী দিনে তাফসির পেশ করেন আল্লামা ফজলুর রহমান খাঁন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সহ আরো অনেকে।
সাতদিন ব্যাপী তাফসিরুল কোরআন মহা সম্মেলনে দেশের প্রখ্যাত আলেম ও উলামারা আলোচনা পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার,অফিসার ইনচার্জ আলী আশরাফ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।