নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) হবিগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন আজ ০৪ নভেম্বর নবীগঞ্জ হযরত তাজউদ্দিন কোরেশী (রঃ) হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম রনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ ফজর আলী।
এছাড়াও আরো বক্তব্য রাখেন – বাশিস মহাসচিব আতিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মনসুর ইকবাল, অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, সহকারী মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, প্রধান শিক্ষক কামাল হোসেন, প্রধান শিক্ষক আবু তাহের সহ জেলা ও উপজেলা পর্যায়ের অনেক শিক্ষক নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বিদ্যমান কমিটি ব্যবস্থা বিলুপ্তি, শিক্ষক হয়রানি বন্ধ সহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের একদফা দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হন দিঘলবাক হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হন হিরা মিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক হন দিনারপুর হাইস্কুলের সহকারী শিক্ষক কাউসার আহমদ রুবেল। তাদেরকে শীঘ্রই পুর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র থেকে অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।