মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২ মাসেও খোঁজ মিলেনি মাদ্রাসা ছাত্রের। এক মাত্র ছেলে কে হারিয়ে এখনো চোখের জল ফেলে মা। ছেলে ফিরে আসবে সেই অপেক্ষায় প্রহর গুনছে মা মোছাঃ আউলিয়া বেগম।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের মোঃ শিরু মিয়ার ছেলে পৌর শহরের কৃষ্ণনগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আল আমিন (১২)গত ১৭ আগষ্ট দুপুরে মাদ্রাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে মাদ্রসায় যায় নি। আশে পাশে ও স্বজনদের বাড়িতে খোঁজ করেও আল আমিন কে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ আল আমিনের মা মোছাঃ আউলিয়া বেগম গত ১৬ সেপ্টেম্বর মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেছেন। (যার নং ৮৩৪)।
একমাত্র ছেলে কে হারিয়ে এখনো চোখের জল ফেলে মা আউলিয়া বেগম। ছেলে ফিরে আসবে সেই প্রতিক্ষায় প্রহর গুনছেন তিনি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আল আমিন কে উদ্ধার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।