আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ : নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী ২৮শে নভেম্বর নবীগঞ্জ উপজেলায়ও ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ১৩ জন নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
মঙ্গলবার(০২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনেক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। বিদ্রোহীদের মধ্যে অন্যতম আলোচিত প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল।
তিনি ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর ছোট ভাই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু।
দু’জনেই বিগত ইউপি নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী হয়েছিলেন। ৭নং করগাঁও ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাসহ মোট ১৩ জন প্রার্থী।
১১নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে টপকে মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সাবের আহমেদ চৌধুরী।
নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজুকে বাদ দিয়ে এখানে মনোনয়ন পান পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এছাড়া ৭ নং করগাঁও ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা। এ ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান।
জানা গেছে, উপজেলার প্রায় সবক’টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
যে সব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তার মধ্যে ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মনোনয়ন বঞ্চিত মেহের আলী মহালদার, মনোনয়ন বঞ্চিত স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা জায়েদুল হক, উপজেলা যুবলীগের সদস্য নোমান আহমদ, ৬নং কুর্শি ইউনিয়নে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুকিত ও আওয়ামী লীগ নেতা আবু তালিব চৌধুরী নিজাম, ৭নং করগাঁও ইউনিয়নে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯নং বাউসা ইউনিয়নে লন্ডন প্রবাসী সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ চৌধুরী, ১০নং দেবপাড়া ইউনিয়নে যুবলীগ সভাপতি শামীম আহমদ, ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক চৌধুরী এবং ১৩নং পানিউন্দা ইউনিয়নে যুবলীগ নেতা মুহিবুল হাসান মামুন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
এ ব্যাপরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী জানান, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জেলা আওয়ামী লীগ ব্যবস্থা গ্রহণ করবে।