নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের পানছড়ি ও মহিমাউড়া এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বিকেল ৪ টায় অভিযান পরিচালনা করা হয়।এসময় বালু উত্তোলনে ব্যবহৃত মোট ৪টি মেশিন এবং আনুমানিক ৫’শ ফুট পাইপ বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনাকালীন সময়ে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।