স্টাফ রিপোর্টারঃ শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।
এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় সেন্ট্রাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, বসাক ফার্মেসিকে ২ হাজার টাকা এবং সাজিদ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন , ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম।