এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শত্রুতার জেরে বিষ প্রয়োগে ফসল বিনষ্ট।
উপজেলা ১০ নং মিরাশি ইউনিয়নের বড়আব্দা গ্রামের কৃষক আক্তার মিয়া ও উস্তার মিয়া নামের কৃষকদের প্রায় ৫ বিঘা ধানি জমিতে বিষ প্রয়োগ করে শত্রুরা।কার্তিক মাসের ঘন কুয়াশায় যখন ধান গাছ থেকে ধানের পরাগায়নে ফলে রুপান্তরিত হতো ঠিক তখন কৃষকদের উপর ক্ষোভ প্রকাশ করতে রাতের আঁধারে আগুন জাতীয় অবৈধ বিষ প্রয়োগ করে ধ্বংস করলে কৃষকদের আহাজারি শুনা যায়।বিষয়টি নিয়ে গণযোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানান অনেকেই।
এ বিষয়ে কৃষক আক্তার মিয়া ও উস্তার মিয়া সাথে যোগাযোগ হলে তারা জানান,তাদের উপর শত্রুতার ক্ষোভ প্রকাশ করতেই এমন ধ্বংস যজ্ঞ কান্ড ঘটিয়েছে গত পরশু রাতে।এখনো কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেন নি বলেও জানান।তবে উপজেলা সহ স্থানীয় প্রতিনিধি ও মুরব্বিদের সহযোগিতা কামনা করেন।