এস এইচ টিটু,সৌদিআরব থেকে : ১৬ ডিসেম্বার যথাযোগ্য মর্যাদায় সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস পালন করা হয় । সৌদি সময় সকাল ৯ টায় রিয়াদ দুতাবাস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এই সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদুত মোঃ শহিদুল ইসলাম ,কাউন্সেলর মোঃ আইয়ব , ,খায়রুল আলম মোশারফ হোসেন , লেবার কাউন্সেলর মোঃ সারওয়ার আলম , সভার শুরুতে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বানী পাঠ করেন – কাউন্সেলর মনিরুল ইসলাম, প্রধান মন্ত্রীর বানী পাঠ করেন ইকোনমিক কাউন্সেলর আবুল হাসান , পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেন নুর মোহাম্মদ মাসুম ,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব ফারজানা মান্নান। এই সময় আর ও উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সেলিম ভুইয়া , রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কাজি মাসুদ, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর , রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলম , যুবলীগ সভাপতি আবদুল জলিল ,যুবলীগ নেতা সুমন ,মোঃ রবিন হোসেন রহিম ,সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ । সভায় বক্তরা বলেন – পদ্মা , মেঘনা , গোরি , যমুনা যতকাল রবে বহমান মান ততদিন বাংলার ইতিহাসে লিখা রবে বঙ্গবন্ধু শেক মজিবুরের নাম , সেই দিন যদি বঙ্গবন্ধু দেশের হাল না ধরতেন , মানুষ দের পাশে না থাকতেন তা হলে আজ আমরা বিজয় দিবস পালন করতে পারতাম না , তাই আসুন সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপনের বাংলাদেশ গড়ে তুলি , সেই লক্ষে কাজ করি । সব শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন – রিয়াদ দূতাবাসের আইন সহকারী আবু তাহের মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ ।