স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে অস্ত্রসহ ২ বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম চুনারুঘাট উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার ইসলামপুর গ্রামের নজির আলীর ছেলে হোসেন আলী (৫৫) এবং একই উপজেলার মধ্য রানীগাও গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আলাউদ্দিন (৪০)। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় পাইপগান, ১টি ওয়ান শ্যুটারগান, ২ টি কার্টুজসহ গাছ কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জানা যায়, আটককৃত হোসেন এবং আলাউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ বন আইনে ৩০ টিরও বেশি মামলা রয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য নির্বাহী কমিটির দ্বিমাসিক সভায় তাদেরকে বনদস্যু হিসেবে ঘোষণা করা হয়।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।