স্টাফ রিপোর্টারঃ বাহুবলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরন প্রকল্পের আওতায় ১০ জন কৃষকের মাঝে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে বাহুবল উপজেলা কৃষি ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।
মঙ্গলবার বিকালে বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এসময় নির্বাচিত কৃষকদের হাতে হার্ভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।
ভর্তুকি মূল্যে হার্ভেস্টার পাওয়া স্নানঘাট ইউনিয়মের কৃষক শহিদুল ইসলাম বলেন, আমি ভর্তুকি মূল্যে হার্ভেস্টারের জন্য আবেদন করেছিলাম। আজকে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হার্ভেস্টার পেয়েছি। আমি অনেক খুশি, এই মহৎ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
একই বিষয়ে বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আওয়ালের জানান, এই মৌসুমে ৪ টি হারভেস্টার, ৩ টি রিপার, ২ টি পাওয়ার থ্রেসার এবং ১ টি রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হবে। যারা ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করেছেন তাদেরকেও পর্যায়ক্রমে দেওয়া হবে।