মোতাব্বির হোসেন কাজল : হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার (মাজার গেইট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গার জেলার জীবননগর থানার মোহাম্মদ আউয়াল মিয়া ও যশোর জেলার কেশবপুর থানা রফিকুল ইসলাম ।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজার (মাজার গেইট) এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালকই নিহত হন।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম সহ ৯ কর্মীরা লাশগুলো উদ্ধার করে করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।