নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ ইংরেজি অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক কৃষাণীদের (তৃতীয় পর্যায়ে) এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন কৃষক কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের ফলে কৃষক কৃষাণীদের মাঝে কৃষি উৎপাদনে ব্যাপক উৎসাহ দেখা যায়। ফলে কৃষি উন্নয়ন কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেন কৃষক কৃষাণীগণ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানান, আমরা কৃষি কাজে আগ্রহ করতে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণের পাশাপাশি ভাতাও দিয়ে থাকি। আমাদের সহকারীগণ মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন পরামর্শ দিয়ে থাকেন।