প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪৪নং দুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সাংবাদিক ও শিক্ষক নেতা মোঃ সাইফুল ইসলাম।
আজ ২৪শে অক্টোবর অনুষ্ঠিত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে উনাকে সভাপতি নির্বাচিত করা হয়। ইতিপূর্বে কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি মনোনীত হন আলহাজ্ব আশরাফুল হক শামীম, আলহাজ তাহির মিয়া তালুকদার, আনোয়ারা খাতুন ও মাহমুদা আক্তার। শিক্ষানুরাগী প্যানেলে মনোনীত হন শাহজাহান মিয়া ও হালিমা আক্তার রুনা।
বিদ্যালয়টি ১৯৫১সালে এলাকার বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম হাজী আতিক উল্লাহ প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আজীবন সভাপতির দায়িত্ব পালন করেন নবনির্বাচিত সভাপতির বাবা শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম স্যার। স্যারের মৃত্যুতে উনার সুযোগ্য সন্তান মোঃ সাইফুল ইসলামকে সভাপতি নির্বাচিত করলেন নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণ।