প্রেস বিজ্ঞপ্তি : শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল, ডাক: শায়েস্তাগঞ্জ, উপজেলা ও জেলা: হবিগঞ্জ এর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নিম্ন বর্ণিত পদে ০২ (দুই) জন সহকারী শিক্ষক (খন্ডকালীন) নিয়োগ করা হবে।
১। মাধ্যমিক স্তরঃ
পদের নামঃ সহকারি শিক্ষক (ইংরেজী) (খন্ডকালিন) ১জন। শিক্ষাগত যোগ্যতাঃ ইংরেজীতে স্নাতক (অনার্স/পাস) /স্নাতকোত্তর।
২। প্রাথমিক স্তরঃ
পদের নামঃ সহকারি শিক্ষক (প্লে শ্রেণি) (খন্ডকালিন) ১জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (অনার্স/পাস) । অতিরিক্ত যোগ্যতাঃ আবৃত্তি, অভিনয় ও সঙ্গীতে পারদর্শীদের অগ্রাধিকার।
আগ্রহী প্রার্থীগণ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ০৭ দিনের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্তে মোবাইল নম্বর উল্লেখ পূর্বক প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।
প্রধান শিক্ষক
০১৭৪৯৪৪০৪৮৫