ক্রিড়া ডেস্ক : টিকে থাকার লড়াইয়ে ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। ওমানের ব্যাটিং চলাকালে একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ হেরেই যাবে। টেলিভিশনের সামনে বসে থাকা দর্শকদের মনে পরাজয়ের শঙ্কা ক্ষণিকের জন্য হলেও ভয় ধরিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ওমানকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা।
ওমানকে ২৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ।১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি ওমান।
প্রথমে ব্যাট করে সাকিব-নাঈমের ব্যাটে বড় স্কোরের আশা দেখালেও মিডল অর্ডারের ব্যর্থতায় ১৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে থামে স্বাগতিক ওমান।