এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা উপজেলা পরিষদ থেকে পৌরসভা প্রধান সড়ক প্রদক্ষিন করে মধ্যবাজারে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের সদস্য ও সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ সভাপতি সাথী মোক্তাদির কৃষাণ চৌধুরীর সভাপতিত্বে পদক্ষেপ গণ পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজান এর সঞ্চালনায় জোটের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এডভোকেট মোস্তাক বাহার।
চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের আয়োজনে দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি সহ সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়,গৃহ জ্বালাও পুড়াও সহ মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননা প্রতিরোধে সম্প্রীতি সমাবেশ শোভাযাত্রা পালন করে।এসময় বিভিন্ন বক্তাগণ বলেন,এই সমস্ত অপকর্ম হিংসা বিদ্বেষ জ্বালাও পোড়াও কখন কোন ধর্ম সমর্থন করেনা।এই গুলো ধর্মের অযুহাতে যারা করছে তারা দেশ জাতি সমাজ সকল ধর্মেরই শত্রু।আসুন সবাই মিলে এই অপশক্তির প্রতিরোধ করি।শান্তি সম্মৃদ্ধি সম্প্রীতির পথে চলি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়া,সাহিত্য সংস্কৃতি পরিষদের শাহাদাত, শরীফ,শাহ নেওয়াজ,শিমু,ধামালির কণ্ঠ শিল্পী বীথি,রনি,শিমু,আরিফসহ উপজেলা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ