নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দূর্গাপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রউফের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, চুনারুঘাট পৌর মেয়র সাইফুল আলম রুবেল।
বক্তব্য রাখেন গাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির,উপজেলা তাতীলীগের সভাপতি কবির খন্দকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বশির, আওয়ামীলীগ নেতা শানু মিয়া মেম্বার, মোঃ সৈয়দ আলী মেম্বার, আঃ হামিদ মেম্বার, মোঃ জাহির মিয়া মেম্বার, হারুনুর রশীদ খান মেম্বার,ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান রুবেল, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামীম আজাদ ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ইফতেখার আলম রিপন যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শুভ, ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ আচায্য, সাধারন সম্পাদক আশরাফুল মমিন, আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান হারুন প্রমুখ।
বর্ধিত সভায় উবাহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৩ জন তাদের প্রার্থীতা ঘোষনা করেন।
তারা হলেন উবাহাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ রজব আলী, উবাহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রউফ ও মুক্তিযুদ্ধা মোঃ আব্দুল খালেক।