ডেস্ক : শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ববড়চর গ্রামের পূর্ববড়চড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, রথীন্দ্রনাথ মিত্র (৮০) আজ বুধবার সকাল ১১ ঘটিকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি একই সাথে ছিলেন একজন প্রবীণ ব্যবসায়ী। বিশেষ করে সকল জাতীয় দৈনিক পত্রিকার সবচাইতে প্রবীণ একজন এজেন্ট ছিলেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বুক স্টলটির মালিক ছিলেন তিনি। তৎকালীন সময়ে শায়েস্তাগঞ্জে পত্রিকা পড়বার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ছিল এই বুক স্টল টি।
অনেক মানুষ এই বুক স্টল থেকে অসাধারণ কিছু বই সংগ্রহ করে নিয়ে বাসায় পড়তেন এবং বর্ণিল সব ম্যাগাজিন এর সমাহার ছিল রেলওয়ে বুক স্টল। জ্ঞানের আধার, জ্ঞানের প্রদীপ, জ্ঞানের মানুষ তার নির্মিত সেই বুক স্টল এখনো ঠায় দাঁড়িয়ে আছে। নেই কেবল তিনি।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকল স্তরের মানুষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ভিড় করেন।
সাবেক এই প্রধান শিক্ষক একাধারে শিক্ষানুরাগী ,সফল ব্যবসায়ী এবং ধর্মানুরাগী একজন মানুষ ছিলেন। আজ বিকাল ৫ ঘটিকায় তাদের পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।