এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে নির্যাতিত দুঃস্হ মহিলা চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপুজা ২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান, নির্যাতিত দুস্থঃ মহিলাদের অনুদানের চেক এবং চা- শ্রমিকদের মাঝে এককালীন চেক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত অতিথি গন সরকারের উন্নয়ন ও বাস্তবায়নের ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, আওয়ামী লীগ সভাপতি এড. আকবর হোসেন জিতু সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,পূজা উদযাপন পরিষদ, চুনারুঘাট উপজেলা, সভাপতি/সম্পাদক, পূজামন্ডপ(সকল) চুনারুঘাট উপজেলা সহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ।