চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উবাহাটা ইউনিয়ন পরিষদ মাটে বঙ্গবন্ধু গোল্ডকাপের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কাপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। পরে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যে খেলা অনুষ্টিত হয়। খেলায় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। উক্ত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও উবাহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহ্ মোঃ আব্দুর রাজ্জাক, চৌধুরী আফিফা লাভলী, সহকারী শিক্ষক আলম, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক মিয়া, শফিকুল ইসলাম, আঃ হাই, অজিত চন্দ্র পাল, নুরুন্নাহার, খায়রুন্নাহার প্রমুখ।