শেখ হারুন,চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও গাজীগঞ্জ গ্রামের বাসিন্দা মৌলভী শুকুর মাহমুদ-এর ৩ টি গরু চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে গরুর মালিক ইমাম মৌলভী শুকুর মাহমুদ বাদী হয়ে বৃহস্পতিবার(৭ অক্টোবর)চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়,গত বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় শুকুর মাহমুদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা তাঁর ৩ টি গরু নিয়ে যায়।৩ টি গরুর আনুমানিক মূল্য হবে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুনারুঘাট থানার এএসআই মোঃ আব্দুল বাতেন।এএসআই আব্দুল বাতেন জানান,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চুরি হয়ে যাওয়া গরু তিনটির মালিক ইমাম শুকুর মাহমুদ বলেন,ঘটনার রাতে তিনি মসজিদে ছিলেন।অর্থনৈতিকভাবে তিনি অত্যন্ত দুর্বল।৩ টি গুরুর মাঝেই ছিল তাঁর সকল সঁপ্ন।তিনি তদন্ত সাপেক্ষে গরু-চোর সনাক্ত করে চোরদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।পাশাপাশি গরুগুলো ফেরত পেতে সমাজের বিত্তবান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ইমাম মৌলভী শুকুর মাহমুদ।