নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার চুনারুঘাট -বাল্লা সড়কে নিত্যদিনের তীব্র যানজটে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। পৌর কর্তৃপক্ষের উদাসীনতা এবং ব্যবসায়ী কমিটির নিরবতায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। এতে প্রতিদিন যানজটের কবলে পড়ে জনসাধারণকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
অনুসন্ধানে জানা গেছে, চুনারুঘাট – বাল্লা সড়কের পাশে আমকান্দি ও রাজারবাজার এলাকা থেকে বালু পাচারে ট্রাক-ট্রাক্টরের কারণে এ যানজটের সৃষ্টি হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী বালু পাচারকারী চক্র স্থানীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে সরকারি পাকা সড়ক দিয়ে অবৈধভাবে বালু পাচার করছে। ফলে সরকারি পাকা সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ এবং জনগণের বিড়ম্বনা বাড়ছে যানজটে পড়ে।
বালু সিন্ডিকেটের প্রতি প্রভাবশালী মধ্যস্বত্বভোগীদের অনৈতিক আশীর্বাদ থাকায় প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে পারছেন না। তবে ভুক্তভোগী ব্যবসায়ীসহ বাল্লা সড়কে চলাচলকারী ক্ষুদ্র যানবাহনের চালক ও যাত্রী সাধারণ বালুবাহী ট্রাক-ট্রাক্টর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।