সৈয়দ সালিক আহমেদ : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রতিটি শিশুকে যোগ্য নাগরীক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব। শিশু জন্মের সাথে সাথে যাতে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনও বাধ্যতামুলক করেছে।
তিনি আরো বলেন, জাতিসংগের শিশু অধিকার সনদ-৭ অনুযায়ী একটি শিশু জন্মের পরই জন্ম নিবন্ধন করতে হবে। জাতীয়তা অর্জন, নামকরণ ও পিতা মাতার পরিচয় জানবার এবং তাদের হাতে পালিত হওয়ার অধিকার শিশুর আছে।
বর্তমানে সারা দেশে ২৪ টি সিটি কর্পোরেশন, ৩২৯ টি পৌরসভা, ৪৫৭৩টি ইউনিয়ন, ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ড এবং ৫৫ টি দুতাবাস / মিশনে এ কার্যক্রম চলমান আছে।
আজ বুধবার ( ৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যনার্জি, উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক প্রমুখ।