নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি জাহির মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে চুনারুঘাট পৌর এলাকার চন্দনা গ্রামের লাল মিয়ার ছেলে।
রোববার (০২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন- র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান- গ্রেপ্তার জাহির মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুনারুঘাট থানায় দায়ের করা মামলার (মামলা নং- ৩৬, তারিখ ১৬/০৯/২০২১) আসামি। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।