আকিকুর রহমান রুমনঃ- আপনি নদীর ঢেউ দেখতে যাবেন। সুনীল আকাশ দেখতে যাবেন। আর হাওরের লিলুয়া বাতাস উপভোগ করবেন কিন্তু কতক্ষন?
যদি পেট থাকে অভূক্ত তাহলে মনমেজাজ ও থাকে উদভ্রান্ত।ঝটপট চাহিদা অনুযায়ী যদি খাবার পাওয়া যায় তাহলে ভ্রমণ হবে আনন্দময়।
হাওরের ভ্রমণ পিপাসুদের সেই ভ্রমণ আনন্দময় করে তুলতে ব্যাবসায়ীরা বর্তমানে এগিয়ে আসছেন।
বানিয়াচং-নবীগঞ্জ রোডের সুটকী নদীর তীরবর্তী কালিদাসটেক(মোহাম্মদপুর) এলাকায় মিনি পার্ক সহ মিনি চাইনিজ স্থাপন করা হয়েছে। এর নাম মাহিয়া ফুড গ্যালারি।
জলাধারের পাশে গাছ-গাছালিতে ছাওয়া মিনি পার্কে আছ ছোট ছোট টং। একেকটি টংয়ে ৪ থেকে ৬ জনের বসার ব্যাবস্থা আছে। এছাড়া বেশি লোকজন হলে বিস্তৃত লনে চেয়ার পেতে বসার ব্যাবস্থা রয়েছে।
আছে ৫০ রকমের বিভিন্ন খাবারের সুব্যবস্থা।
অর্ডার করলেই ১০ মিনিটের মধ্যে আসবে গরম গরম সব খাবার। এছাড়া গ্যলারির ভিতরে রয়েছে আরামদায়কভাবে বসে খাবার আস্বাদনের সুব্যবস্থা।
১ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা এর উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
উদ্বোধনের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ৩ নম্বর ইউপি’র চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমান, ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুফতী কাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতা আবুল হোসেন, ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আংগুর মিয়া, সরদার হাজী আজিজুর রহমান, সরদার নানু খান, সরদার আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।
আমন্ত্রিত হয়ে আসেন বানিয়াচং সার্কেলের এএসপি পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান প্রমুখ।
মাহিয়া ফুড গ্যালারির প্রতিষ্টাতা হাবিবুর রহমান জানান,এখানে আমার আরেকটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনই এখানে হাওরে ঘুরতে আসেন অনেক পর্যটক। তাদের খাবারের চাহিদা মেটানোর জন্যই এই ব্যাবস্থা করেছে আমাদের প্রতিষ্ঠান।
আশা করছি স্বপরিবারে ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসলে এখন আর কাউকে হতাশ হতে হবেনা।