মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে (বর্ডারগার্ড বাংলাদেশ) বিজিবি।
শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্প এর হাবিলদার শাহাআলম এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী লাল টিলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৩১ হাজার টাকা সহ জজ মিয়া (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর সন্তুসপুর গ্রামের লাল মিয়ার পুত্র।
শুক্রবার সকল ৬টার দিকে অপর এক অভিযান চালিয়ে ধর্মঘর বিওপির জওয়ানদের একটি টহল দল ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪কেজি গাঁজা উদ্ধার করে। হবিগঞ্জ ব্যাটালিয়নের( ৫৫ বিজিবি’র) অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।